Monday, 18 January 2010
মেইল এলেই জানাবে MOZILLA FIREFOX
ওয়েবসাইট দেখার জনপ্রিয় মুক্ত সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নতুন আসা ই-মেইল সম্পর্কে জানা যায়। ওয়েব মেইল নোটিফায়ার নামের একটি প্রোগ্রাম দিয়ে এ কাজটি করা যায়। প্রোগ্রামটি https://addons.mozilla.org/en-US/firefox/ addon/4490 ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন (ডাউনলোড)। এবার ব্রাউজারটি পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এবার ডান পাশে যুক্ত হওয়া ই-মেইলের আইকনটিতে ক্লিক করে Preference অপশনে যান। এবার ড্রপডাউন মেনুতে google,yahoo,hotmail এর নাম রয়েছে। এখন Username ও Password বসিয়ে আপনার সবগুলো এ্যাকাউন্ট একে একে add করে নিন। এরপর থেকে নতুন মেইল এলে নিচের আইকনে সংকেত দেখাবে।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment