Pages

Powered By Blogger

Ads 468x60px

Saturday, 16 January 2010

সফটওয়্যার ছাড়াই ভিডিও নামান ইউটিউবসহ যেকোন সাইট থেকে

ইউটিউবটি থেকে ভিডিও নামানোর জন্য সফটওয়্যার লাগে বলে বিষয়টি অনেকের কাছে ঝামেলার মনে হয়।আজকে আপনাদের একটি
Addons এর কথা বলবো যা ডাওনলোডারের কাজ করবে।যদিও
এখন কিছৃ কিছু সাইট থেকে সরাসরি ইউটিউব ভিডিও নামানো যায়।তবে সেগুলো শুধু ইউটিউবের জন্য।
কিন্তু এই addons দিয়ে ভিডিও শেয়ারিংয়ের অন্যান্য সাইট থেকেও
আনায়াসে ভিডিও নামানো যাবে।
‘video download helper’ নামের Addons টি, https://addons.mozilla.org/en-US/firefox/addon/3006 ঠিকানা থেকে নামিয়ে নিন।এরপর ফায়ারফক্স রিস্টার্ট করুন।এখন ইউটিউবে যান।খেয়াল করুন ব্রাউজারের ওপরে টুলস মেনুর পাশে একটি নতুন আইকন এসেছে( ভিডিওর সাইটে গেলেই আইকনটি ঘুরবে)।ব্রাউজারের ওপরে নতুন আইকনটিতে ক্লীক করে media-তে যান।এখানে গানের ফাইলের নাম দেখা যাবে,এটি select করুন।এখন ভিডিওটি সরাসরি ডাওনলোড করতে download বাটনে ক্লীক করুন,আর যদি ভিডিওটি পছন্দের ফরম্যাটে কনভার্ট করে নিতে চান তাহলে convert & download বাটনে ক্লীক করুন।

আপনি চাইলে শেয়ার করার জন্য গানের লিংকটি প্রিয়জনের মুঠোফোনেও পাঠাতে পারবেন।এজন্য আপনাকে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে।কষ্ট করে বিনামূল্যের এই রেজিষ্ট্রেশন করে নিন।এরপর media থেকে গানটি select করে send to mobile বাটনে ক্লীক করুন।এখন গানের নাম লিখে ok করে মোবাইল নম্বরটি লিখে send বাটনে চাপুন।ব্যাস কাজ শেষ।

0 comments:

Post a Comment

 

Sample text

Sample Text