Pages

Powered By Blogger

Ads 468x60px

Friday 15 January 2010

MOZILLA FIREFOC BROWSER চালান দ্বিগুন গতিতে

মজিলা ব্রাউজার চালান দ্বিগুন গতিতে
প্রথমে Mozilla Firefox ওপেন করুন। এবার Address bar এ about:config লিখে Enter চাপুন। এখন একটা Warning Report আসতে পারে।যদি আসে তাহলে I will be careful ক্লিক করুন। এখন সেটিংসের একটা তালিকা আসবে।ঘাবড়ে যাবেন না।খুজে খুজে নিচের সেটিংসগোলো ঠিক করুন-
1. network.http.max-connection-per-server এ ডাবল ক্লিক করুন এবং 32 লিখে Ok ক্লিক করুন।
2. network.http.max-persistent-connections-per-proxy এ ক্লিক করে 16 লিখে Ok চাপুন।
3. network.http.max-connections এ ক্লিক করে 64 লিখে Ok চাপুন।
4. network.http.max-persistent-connections-per-server এ ক্লিক করে 10 লিখে Ok চাপুন।
5. network.http.pipelining এ ডাবল ক্লিক করুন এতে false থেকে True সিলেক্ট হবে।
6. network.http.pipelining.maxrequests এ ক্লিক করে 200 লিখে Ok চাপুন।
7. network.http.request.max-start-delay এ ক্লিক করে 0 লিখে Ok চাপুন।
8. network.http.proxy.pipelining এ ডাবল ক্লিক করুন এতে false থেকে True সিলেক্ট হবে।
9. network.http.proxy.version এ ক্লিক করে 1.0 লিখে Ok চাপুন।
এখন ফাকা জায়গায় Right Mouse ক্লিক করুন এবং New /Integer সিলেক্ট করুন, nglayout.initialpaint.delay নামে এটি সেভ করুন । এবার 0 লিখে Ok চাপুন।এখন নেট ব্রাউজ করলেই
পরিবর্তনটা বুঝতে পারবেন।

0 comments:

Post a Comment

 

Sample text

Sample Text