Pages

Powered By Blogger

Ads 468x60px

Thursday 21 January 2010

যেকোন ব্রাউজার থেকে SOFTWARE ছাড়াই YOUTUBE থেকে সরাসরি ভিডিও নামান

এর আগে একটি পোস্টে দেখিয়েছিলাম কিভাবে সফটওয়্যার ছাড়া ইউটিউব থেকে ভিডিও নামাতে
হয়।সে পদ্ধতিটি ছিলো শুধু মজিলার জন্য।কিন্তু আজ যে তরিকাটি দেখাবো তা যেকোন ব্রাউজারের
জন্য প্রযোজ্য।যেকোন ব্রাউজার দিয়েই আপনি ইউটিউব থেকে কোন প্রকার সফঠওয়্যার /প্রোগ্রাম
ছাড়াই ভিডিও নামাতে পারেন। এজন্য প্রথমে আপনার পছন্দের গানটির ডাওনলোড লিংকে ক্লিক করুন।তারপর address bar-এ নিচের কোডগুলোর যেকোন একটি কপি পেস্ট করুন-

Download Regular Quality Youtube Video Direct Links
javascript:window.location.href = 'http://youtube.com/get_video?video_id=' + yt.getConfig('SWF_ARGS')['video_id'] + "&l=" + yt.getConfig('SWF_ARGS')['l'] + "&sk=" + yt.getConfig('SWF_ARGS')['sk'] + '&t=' + yt.getConfig('SWF_ARGS')['t'];
Download High Quality Youtube Video Direct Links [HQ]
javascript:window.location.href = 'http://youtube.com/get_video?video_id=' + yt.getConfig('SWF_ARGS')['video_id'] + "&fmt=18&l=" + yt.getConfig('SWF_ARGS')['l'] + "&sk=" + yt.getConfig('SWF_ARGS')['sk'] + '&t=' + yt.getConfig('SWF_ARGS')['t'];
Download High Definition Youtube Videos Direct Links [HD]
javascript:window.location.href = 'http://youtube.com/get_video?video_id=' + yt.getConfig('SWF_ARGS')['video_id'] + "&fmt=22&l=" + yt.getConfig('SWF_ARGS')['l'] + "&sk=" + yt.getConfig('SWF_ARGS')['sk'] + '&t=' + yt.getConfig('SWF_ARGS')['t'];

Monday 18 January 2010

মেইল এলেই জানাবে MOZILLA FIREFOX

ওয়েবসাইট দেখার জনপ্রিয় মুক্ত সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নতুন আসা ই-মেইল সম্পর্কে জানা যায়। ওয়েব মেইল নোটিফায়ার নামের একটি প্রোগ্রাম দিয়ে এ কাজটি করা যায়। প্রোগ্রামটি https://addons.mozilla.org/en-US/firefox/ addon/4490 ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন (ডাউনলোড)। এবার ব্রাউজারটি পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এবার ডান পাশে যুক্ত হওয়া ই-মেইলের আইকনটিতে ক্লিক করে Preference অপশনে যান। এবার ড্রপডাউন মেনুতে google,yahoo,hotmail এর নাম রয়েছে। এখন Username ও Password বসিয়ে আপনার সবগুলো এ্যাকাউন্ট একে একে add করে নিন। এরপর থেকে নতুন মেইল এলে নিচের আইকনে সংকেত দেখাবে।

নিজেই বানান ক্যালকুলেটর

হিসাব নিকাশ করতে গেলে ক্যালকুলেটর লাগেই।আর সে ক্যালকুলেটরটি যদি নিজের বানানো হয় তাহলে কেমন হয় ?আসুন জেনে নিই কিভাবে ক্যালকুলেটর বানানো যায়।উইন্ডোজ ব্যবহারকারীরা ইচ্ছে করলে নোটপ্যাডের সাহায্যে নিজেই ক্যালকুলেটর
বানাতে পারেন।এজন্য start/run এ গিয়ে notepad লিখে enter চেপে নোটপ্যাড
খুলুন।এখন নিচের কোডটি হুবহ নোটপ্যাডে লিখুন অথবা কপি করুন-
@echo off
color 4A
title MY CALCULATOR
:loop
cls
echo created by khaled sohag
echo _
echo email:mail2sohag@gmail.com
echo web:www.khaledsohag.blogspot.com
echo.
echo My Calculator
echo -----------------------------------------------
echo * = MULTIPLY
echo + = ADD
echo - = SUBTRACT
echo 2 = SQUARED
echo / = DIVIDE
echo After an equation, type CLEAR to clear the screen of your equations, type KEEP to leave them there, or type EXIT to leave.
:noclear
set /p UDefine=
set /a UDefine=%UDefine%
echo.
echo =
echo.
echo %UDefine%
echo KEEP, CLEAR, OR EXIT?
set /p clearexitkeep=
if %clearexitkeep%==CLEAR goto loop
if %clearexitkeep%==KEEP echo. && goto noclear
if %clearexitkeep%==EXIT (exit)
:misspell
echo.
echo -----------------------------------------------
echo You misspelled your command. Please try again (make sure you are typing in all caps LIKE THIS).
echo Commands:
echo CLEAR Clear all previous equations and continue calculating.
echo KEEP Keep all previous equations and continue calculating.
echo EXIT Leave your calculating session
echo Enter in a command now.
set /p clearexitkeep=
if %clearexitkeep%==CLEAR goto loop
if %clearexitkeep%==EXIT (exit)
if %clearexitkeep%==KEEP goto noclear
goto misspell
এখন file/save as এ গিয়ে save as type হিসেবে all files নির্বাচন করে my calculator.bat নামে এটি সেভ করুন।খেয়াল করুন, my calculator নামে একটি নতুন
ফাইল তৈরী হয়েছে।দুই ক্লীক দিয়ে my calculator ফাইলটিতে ঢুকুন এবং হিসাব নিকাশের
কাজে এটি ব্যবহার করুন।

Saturday 16 January 2010

সফটওয়্যার ছাড়াই ভিডিও নামান ইউটিউবসহ যেকোন সাইট থেকে

ইউটিউবটি থেকে ভিডিও নামানোর জন্য সফটওয়্যার লাগে বলে বিষয়টি অনেকের কাছে ঝামেলার মনে হয়।আজকে আপনাদের একটি
Addons এর কথা বলবো যা ডাওনলোডারের কাজ করবে।যদিও
এখন কিছৃ কিছু সাইট থেকে সরাসরি ইউটিউব ভিডিও নামানো যায়।তবে সেগুলো শুধু ইউটিউবের জন্য।
কিন্তু এই addons দিয়ে ভিডিও শেয়ারিংয়ের অন্যান্য সাইট থেকেও
আনায়াসে ভিডিও নামানো যাবে।
‘video download helper’ নামের Addons টি, https://addons.mozilla.org/en-US/firefox/addon/3006 ঠিকানা থেকে নামিয়ে নিন।এরপর ফায়ারফক্স রিস্টার্ট করুন।এখন ইউটিউবে যান।খেয়াল করুন ব্রাউজারের ওপরে টুলস মেনুর পাশে একটি নতুন আইকন এসেছে( ভিডিওর সাইটে গেলেই আইকনটি ঘুরবে)।ব্রাউজারের ওপরে নতুন আইকনটিতে ক্লীক করে media-তে যান।এখানে গানের ফাইলের নাম দেখা যাবে,এটি select করুন।এখন ভিডিওটি সরাসরি ডাওনলোড করতে download বাটনে ক্লীক করুন,আর যদি ভিডিওটি পছন্দের ফরম্যাটে কনভার্ট করে নিতে চান তাহলে convert & download বাটনে ক্লীক করুন।

আপনি চাইলে শেয়ার করার জন্য গানের লিংকটি প্রিয়জনের মুঠোফোনেও পাঠাতে পারবেন।এজন্য আপনাকে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে।কষ্ট করে বিনামূল্যের এই রেজিষ্ট্রেশন করে নিন।এরপর media থেকে গানটি select করে send to mobile বাটনে ক্লীক করুন।এখন গানের নাম লিখে ok করে মোবাইল নম্বরটি লিখে send বাটনে চাপুন।ব্যাস কাজ শেষ।

Friday 15 January 2010

MOZILLA FIREFOC BROWSER চালান দ্বিগুন গতিতে

মজিলা ব্রাউজার চালান দ্বিগুন গতিতে
প্রথমে Mozilla Firefox ওপেন করুন। এবার Address bar এ about:config লিখে Enter চাপুন। এখন একটা Warning Report আসতে পারে।যদি আসে তাহলে I will be careful ক্লিক করুন। এখন সেটিংসের একটা তালিকা আসবে।ঘাবড়ে যাবেন না।খুজে খুজে নিচের সেটিংসগোলো ঠিক করুন-
1. network.http.max-connection-per-server এ ডাবল ক্লিক করুন এবং 32 লিখে Ok ক্লিক করুন।
2. network.http.max-persistent-connections-per-proxy এ ক্লিক করে 16 লিখে Ok চাপুন।
3. network.http.max-connections এ ক্লিক করে 64 লিখে Ok চাপুন।
4. network.http.max-persistent-connections-per-server এ ক্লিক করে 10 লিখে Ok চাপুন।
5. network.http.pipelining এ ডাবল ক্লিক করুন এতে false থেকে True সিলেক্ট হবে।
6. network.http.pipelining.maxrequests এ ক্লিক করে 200 লিখে Ok চাপুন।
7. network.http.request.max-start-delay এ ক্লিক করে 0 লিখে Ok চাপুন।
8. network.http.proxy.pipelining এ ডাবল ক্লিক করুন এতে false থেকে True সিলেক্ট হবে।
9. network.http.proxy.version এ ক্লিক করে 1.0 লিখে Ok চাপুন।
এখন ফাকা জায়গায় Right Mouse ক্লিক করুন এবং New /Integer সিলেক্ট করুন, nglayout.initialpaint.delay নামে এটি সেভ করুন । এবার 0 লিখে Ok চাপুন।এখন নেট ব্রাউজ করলেই
পরিবর্তনটা বুঝতে পারবেন।

Wednesday 13 January 2010

সাশ্রয় করুন পেনড্রাইভের জায়গা

সাধারনত পেন ড্রাইভ FAT, FAT 32 ফাইল সিস্টেমে চলে,ফলে এখানে ফাইল compression বা সংকোচনের কোন সুবিধা পাওয়া যায় না। কিন্তু NTFS ফাইল সিস্টেমে compression সুবিধা রয়েছে।যেমন,৫০ মেগাবাইটের একটি ফাইল ফরম্যাটের ড্রাইভে মাত্র ৩০ মেগাবাইট জায়গা নেবে।তাই NTFS ফাইল সিস্টেমে পেন ড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় হয়।আপনার পেন ড্রাইভকে NTFS ফরম্যাটে কনভার্ট করতে Start/Run - এ গিয়ে cmd লিখে কমান্ড খুলন এবং convert X: /FS:NTFS লিখে Enter চাপুন (X এর জায়গায় পেন ড্রাইভ যে ড্রাইভে রয়েছে তার অর হবে,যেমন L ড্রাইভে হলে হবে L)এখন My computer এ গিয়ে পেন ড্রাইভের আইকনে ডান কীক করে Properties এ যান।এখান থেকে ’ Compress Drive to Save Disk Space ’ অপশনে টিক দিয়ে ঙক করুন,এখন ’ Apply To Sub Folders and Files ’ অপশন (যদি আসে) OK করে বের হয়ে আসুন।ব্যস কাজ শেষ। এখন পেন ড্রাইভে কোন ফাইল কপি করলে সেটা খুব বেশী জায়গা নেবে না,ফলে পেন ড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় হবে।

Tuesday 5 January 2010

কম্পিউটারের হ্যাং সমস্যা দূর করুন

উইন্ডোজ এক্সপিতে কাজ করতে গিয়ে অনেক সময় কম্পিউটারের সব কাজ থেমে যেতে পারে (হ্যাং হওয়া)। এ অবস্থায় Not Responding লেখা বার্তা এলে Close বাটনে ক্লিক করতে হয়।এর ফলে সব কাজ বন্ধ হয়ে যায়। ইচ্ছে করলে এ সমস্যাটি এড়ানো যায়।
এ জন্য Start বা Run-এ গিয়ে regedit লিখে Enter চাপুন। এখন HKEY_CURRENT_USER/Control Panel/Desktop ঠিকানায় যান। এখন ডানপাশের AutoEndTask অপশনে দুই ক্লিক দিন এবং এখানে Value data হিসাবে 0-এর পরিবর্তে 1 লিখে OK করে বের হয়ে আসুন। এখন Not Responding প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে। এর ফলে পিসি হ্যাং হবে না।
 

Sample text

Sample Text