ওয়েবসাইট ব্রাউজে কোন লেখা পছন্দ হলে তা টুইটারে এবং ফেসবুকে শেয়ার করতে হলে কপি করে শেয়ার করতে হবে। যদি সাইটে সামাজিক সাইটে শেয়ার করার সুযোগ থাকে তাহলে অবশ্য পেজটির শিরোনামটুক শেয়ার করা যায়। কিন্তু নির্দিষ্ট অংশ শেয়ার করা প্রায় সময় সমস্যা হয়। ফায়ারফক্স ব্যবহারকারীরা ‘স্ট্যটাসআস’ এ্যাড-অন্স দ্বারা খুব সহজেই যেকোন লেখা নিবাচন করে টুইটারে অথবা ফেসবুকে শেয়ার করতে পারেন।
এজন্য থেকে ইনস্টল করা যাবে। ইনস্টল শেষে ফায়ারফক্স পুনরায় চালু করুন। এখান থেকে ডাউনলোড করুন।এবার যে লেখা শেয়ার করতে চান সেই লেখাটুক সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করে Statusus এ ক্লিক করুন। এখানে Facebook অথবা Twitter এ ক্লিক করে শেয়ার করুন।
0 comments:
Post a Comment