কম্পিউটারে বাংলা ডিকশনারি কম বেশি সবার প্রয়োজন হয়। বেশিরভাগ ডিকশনারি কিনে নিতে হলে ও এটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। ডিকশনারিটি ইনষ্টল করার দরকার হয় না। এর সাইজ খুবই কম মাত্র 5.86MB এবং এর ব্যবহারও খুবই সহজ ও ইউজার ফ্রেন্ডলি। এটির আরেকটি ফিচার হচ্ছে কুরআন-শরীফ এর বাংলা এবং ইংরেজী অর্থ সহ দেয়া আছে। এতে বাংলা থেকে ইংরেজী, ইংরেজী থেকে বাংলা শব্দ খোজা যায়।বাংলা আভিধান এর মদ্ধে এই অভিধান টি হল সবচেয়ে জনপ্রিয়।Download Link.
Wednesday, 1 June 2011
ব্যবহার করুন ফ্রি বাংলা ডিকশনারি
কম্পিউটারে বাংলা ডিকশনারি কম বেশি সবার প্রয়োজন হয়। বেশিরভাগ ডিকশনারি কিনে নিতে হলে ও এটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। ডিকশনারিটি ইনষ্টল করার দরকার হয় না। এর সাইজ খুবই কম মাত্র 5.86MB এবং এর ব্যবহারও খুবই সহজ ও ইউজার ফ্রেন্ডলি। এটির আরেকটি ফিচার হচ্ছে কুরআন-শরীফ এর বাংলা এবং ইংরেজী অর্থ সহ দেয়া আছে। এতে বাংলা থেকে ইংরেজী, ইংরেজী থেকে বাংলা শব্দ খোজা যায়।বাংলা আভিধান এর মদ্ধে এই অভিধান টি হল সবচেয়ে জনপ্রিয়।Download Link.
নির্দিষ্ট ওয়েবসাইট কে আপনার পিসিতে যেভাবে ব্লক করবেন
শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার, এডাল্ট সাইট অফ এবং অশ্লীল সাইট প্রতিরধো করার জন্য বিভিন্ন সময় কনো নিদিষ্ট ওয়েব সাইট ব্লক করে রাখতে হয়।তাইযদি কোন ওয়েবসাইট কে ব্লক করতে চান তাহলে উইন্ডোজের host ফাইলকে মডিফাই করতে হবে। C:\windows\system32\drivers\etc\ লোকেশনে host ফাইলকে পাউয়া যাবে। এটি একটি টেক্সট ফাইল। host ফাইলকে নোটপ্যাড দিয়ে ওপেন করতে হবে......... দেখবেন শেষ লাইনে 127.0.0.1 localhost এই লেখা টি আছে। এই লাইনের পরে যদি আরো কিছু লেখা থাকে তাহলে ধরে নেওয়া যায় যে আপনার পিসিটি ভাইরাস আক্রান্ত।
তারপর 127.0.0.1 localhost এর পরে কিছু থাকলে তা মুছে দিতে হবে। যে ওয়েবসাইটটি ব্লক করতে চান তার এড্রেস শেষ লাইনে লিখুন। ধরি, আপনি www.google.com কে ব্লক করবেন তাহলে 127.0.0.1 localhost এর পরের লাইনে লিখুন 127.0.0.1 www.google.com। এবার host ফাইলটি সেভ করুন। এখন www.google.com ব্রাউজ করতে গেলে কোন কিছু ওপেন হবেনা। উইন্ডোজের host ফাইলকে ব্যবহার করা হয় ডিএনএস কে ওভাররাইড করার জন্য ফলে গুগল.কম ব্রাউজ করতে গেলে আপনার পিসি মনে করে তা আপনার পিসিতেই আছে । আবার আইপি দেওয়া আছে 127.0.0.1) ফলে কিছু খুঁজে পায় না কম্পিউটার । সবার সুবিধার জন্য একটি ছবিতে দেওয়া host ফাইলটি দেখুন।সময় জানুন সমস্ত ওয়ার্ল্ড এর
আসসালামু আলাইকুম......
সবাইকে প্রথম এ সালাম দিলাম যাতে কেউ এই ছোট পস্টো দেখে আমাকে হেও না ভাবে......কারন এই পোস্ট আমি প্রথম এ দিতে চাইসিলাম না...কিন্তু এখন না দিয়া পারলাম না......আমরা অনেকেই হয়ত ওয়ার্ল্ড এর অনেক দেশের সময় জানি না...আমি একটি ওয়েব সাইট এ অনেক কিছু সময় জানতে পারলাম......তাই আই পস্টো এর মাদ্ধমে আমি সাইট এর নাম তি দিলাম......জা দিয়ে যে কেউ ওয়ার্ল্ড এর সকল জায়গার সঠিক সময় জানতে পারবেন...তাই কারো দরকার হোলে দেখবেন......এই লিঙ্ক এর মাধমে।
ভাল অথবা খারাপ হলে আমাকে ক্ষমা করে দিবেন।
ঝামেলা মুক্ত ফেসবুক এবং টুইটার এ স্ট্যাটাস
ওয়েবসাইট ব্রাউজে কোন লেখা পছন্দ হলে তা টুইটারে এবং ফেসবুকে শেয়ার করতে হলে কপি করে শেয়ার করতে হবে। যদি সাইটে সামাজিক সাইটে শেয়ার করার সুযোগ থাকে তাহলে অবশ্য পেজটির শিরোনামটুক শেয়ার করা যায়। কিন্তু নির্দিষ্ট অংশ শেয়ার করা প্রায় সময় সমস্যা হয়। ফায়ারফক্স ব্যবহারকারীরা ‘স্ট্যটাসআস’ এ্যাড-অন্স দ্বারা খুব সহজেই যেকোন লেখা নিবাচন করে টুইটারে অথবা ফেসবুকে শেয়ার করতে পারেন।
এজন্য থেকে ইনস্টল করা যাবে। ইনস্টল শেষে ফায়ারফক্স পুনরায় চালু করুন। এখান থেকে ডাউনলোড করুন।এবার যে লেখা শেয়ার করতে চান সেই লেখাটুক সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করে Statusus এ ক্লিক করুন। এখানে Facebook অথবা Twitter এ ক্লিক করে শেয়ার করুন।
Subscribe to:
Posts (Atom)