Saturday, 19 December 2009
নিজেই বানান WINAMP SKIN
গান শোনার জনপ্রিয় সফটওয়্যার উইন্যাম্পে স্কিন হিসেবে নিজের পছন্দমতো ছবি ব্যবহার করা যায়। এ জন্য প্রথমে একটি ছবি নির্বাচন করুন এবং ছবিটি ফটোশপ সফটওয়্যারে খুলুন। এবার image/image size থেকে width 276 and height 118 pixels নির্ধারণ করুন। এবার file/save as-এ গিয়ে save as type হিসেবে BMP নির্বাচন করে mainÊনামে ছবিটি সেভ করুন। এরপর BMP optionsÊআসবে। এখানে ফাইল ফরম্যাটের windowsÊএবং depth থেকে 16 বা 24 bit নির্ধারণের পর ok করে বের হয়ে আসুন। এখন ফটোশপ থেকে বের হয়ে আসুন। C:\Program Files\Winamp\Skins-এ যান এবং এখানে নতুন একটি ফোল্ডার পছন্দসই নামে তৈরি করুন। আপনার তৈরি main (BMPÊ) format-এর ফাইলটি ওই ফোল্ডারে কপি করে পেস্ট করে দিন। এখন শুধু winamp চালিয়ে menu অপশন থেকে skin-এ গিয়ে আপনার তৈরি করা স্কিনে ক্লিক করে নিন।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment