Pages

Powered By Blogger

Ads 468x60px

Wednesday, 30 December 2009

সংযুক্তি ছাড়াই ছবি পাঠান

জিমেইলে সাধারণত ছবি অথবা কোনো ফাইল পাঠাতে সংযুক্তি (অ্যাটাচ) করে পাঠাতে হয়। ইচ্ছে করলে পাঠানো মেইলের মাধ্যমে ছবি যোগ করে মেইল করা যায়। এ জন্য প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্টটি লগইন করে Settings থেকে Labs অপশনে ক্লিক করুন। এখান থেকে Inserting Images অপশন Enable করুন এবং সেটিংস সেভ করে বের হয়ে আসুুন। খেয়াল করুন, কম্পোজ বক্সে Inserting Images অপশনের আইকন চলে এসেছে। এই আইকনে ক্লিক করে পছন্দের কোনো ছবি বা ছবির ওয়েব লিংক লেখার মাঝখানে যোগ করতে পারবেন।

Sunday, 27 December 2009

সফটওয়্যার ছাড়াই LOCK করুন যেকোন ফোল্ডার

মনে করুন আপনি যে ফোল্ডার লক করবেন তার নাম Love এবং এটি
রয়েছে E ড্রাইভে,তার মানে এর path E:\love
ফোল্ডারটি লক করার জন্য ডেস্কটপে নোটপ্যাড ওপেন করুন এবং লিখুন-
ren love love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
নোটপ্যাডটি lock.bat নামে সেভ করুন।
এবার আরেকটি নোটপ্যাড খুলুন এবং লিখুন-

ren love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} love

নোটপ্যাডটি key.bat নামে সেভ করুন।
তৈরীকৃত lock.bat ও key.bat ব্যাচ ফাইল দুটি E ড্রাইভে নিয়ে আসুন।আপনার কাজ হয়ে গেছে। এখন lock.bat ফাইলে কীক করলেই ফোল্ডারটি লক হয়ে যাবে।আর ফোল্ডারটি আনলক করতে key.bat ফাইলে কীক করুন।

Friday, 25 December 2009

মাইক্রোসফট ওয়ার্ডের ফন্ট পরিবর্তন

মাইক্রোসফট ওয়ার্ডে (এমএস ওয়ার্ড) কাজ করতে গিয়ে অনেক সময় একই লেখায় বাংলা ও ইংরেজি দুটো ভাষা টাইপ করতে হয়। আপনি ইচ্ছে করলে এক ক্লিকে ফন্ট পরিবর্তন করতে পারেন। এ জন্য Tools/customize/ categories/fonts-এ যান এবং আপনি যে ফন্ট বেশি পরিবর্তন করে থাকেন ডান পাশ থেকে তা মাউসের সাহায্যে ড্রাগ করে মেনুবারে নিয়ে বক্সটি close করে দিন। মেনুবারে ফন্টটি এসে যাবে। এ জন্য Tools/customize/keyboard/categories/fonts-এ যান। এবার ফন্ট নির্বাচিত করুন এবং Press new shortcut key অপশনে আপনার পছন্দের শর্টকাট কি চাপুন, যেমন, Ctrl+5। এখন লেখার সময় এ শর্টকাট কি চাপলেই তা স্বয়ংক্রীয়ভাবে কাজ করবে।

টাস্ক ম্যানেজার সক্রিয় করুন

কম্পিউটারে ভাইরাসের কারণে অনেক সময় টাস্ক ম্যানেজার নিষ্ক্রিয় হয়ে যায়। তখন টাস্ক ম্যানেজার ওপেন করা যায় না এবং ওপেন করতে গেলে Task Manager has been disable by your administrator লেখা মেসেজ আসে। এমন হলে start/all programmes/accessories-এ গিয়ে নোটপ্যাড খুলুন। নিচের কোডটি নোটপ্যাডে হুবহু লিখুন—Windows Registry Editor Version 5.00[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]“DisableTaskMgr”=dword:00000000এখন file/save as-এ গিয়ে TMEnabled.reg নামে নোটপ্যাডটি সেভ করুন। লক্ষ করুন, TMEnabled.reg নামে একটি আলাদা ফাইল তৈরি হয়েছে। এখন এই ফাইলটি ওপেন করলেই টাস্ক ম্যানেজার সক্রিয় হবে। এ ছাড়া start/run-এ গিয়ে REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableTaskMgr /t REG_DWORD /d 0 / লিখে enter চেপে টাস্ক ম্যানেজার সক্রিয় করতে পারেন।

Saturday, 19 December 2009

নিজেই বানান WINAMP SKIN

গান শোনার জনপ্রিয় সফটওয়্যার উইন্যাম্পে স্কিন হিসেবে নিজের পছন্দমতো ছবি ব্যবহার করা যায়। এ জন্য প্রথমে একটি ছবি নির্বাচন করুন এবং ছবিটি ফটোশপ সফটওয়্যারে খুলুন। এবার image/image size থেকে width 276 and height 118 pixels নির্ধারণ করুন। এবার file/save as-এ গিয়ে save as type হিসেবে BMP নির্বাচন করে mainÊনামে ছবিটি সেভ করুন। এরপর BMP optionsÊআসবে। এখানে ফাইল ফরম্যাটের windowsÊএবং depth থেকে 16 বা 24 bit নির্ধারণের পর ok করে বের হয়ে আসুন। এখন ফটোশপ থেকে বের হয়ে আসুন। C:\Program Files\Winamp\Skins-এ যান এবং এখানে নতুন একটি ফোল্ডার পছন্দসই নামে তৈরি করুন। আপনার তৈরি main (BMPÊ) format-এর ফাইলটি ওই ফোল্ডারে কপি করে পেস্ট করে দিন। এখন শুধু winamp চালিয়ে menu অপশন থেকে skin-এ গিয়ে আপনার তৈরি করা স্কিনে ক্লিক করে নিন।

পেনড্রাইভের সুরক্ষা নিশ্চিত করুন

ভাইরাসের আক্রমণ থেকে পেনড্রাইভের সুরক্ষার জন্য পেনড্রাইভ কখনো সরাসরি Open অথবা Explore করে না খুলে My computer-এ গিয়ে Address Bar থেকে Drive Letter লিখে ( যেমন L হলে L ) পেনড্রাইভ খুলুন। এ ছাড়া Tools/Folder Options-এ গিয়ে View অপশন থেকে Show Hidden Files and Folders, Hide Extensions for known File Types, Hide Protected Operating System Files চেকবক্সে টিক চিহ্ন দিয়ে হিডেন সিস্টেম ফাইল শো করুন এবং কোনো সন্দেহজনক হিডেন (*.exe) ফাইল পেলে মুছে ফেলুন। পেনড্রাইভে autorun.inf নামে একটা ফোল্ডার (ফাইল নয়) তৈরি করে রাখুন। ফলে এর জায়গায় autorun.inf ভাইরাস নিজস্ব ফাইল তৈরি করতে পারবে না।
 

Sample text

Sample Text